Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রুমায় গাছের চাপায় শিশুর মৃত্যু

print news

মথি ত্রিপুরা; রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় গাছের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার আনুমানিক সকাল ১১টার দিকে রুমা উপজেলা সদরের ২নং সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম মেনরাও ম্রো(৭)। সে ওই এলাকার মেনঐ ম্রোর ছেলে। এ সময় শিশুটির সাথে থাকা রেংমুং ম্রো কারবারির ছেলে লংঙান ম্রো (৬) ভেঙে পড়া গাছের চাপায় আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ  সকাল দশটা সময় পিতা মেনঐ ম্রো ছেলে মেনরাও ম্রো সাথে পাড়া কারবারি’র ছেলে লংঙান ম্রোকে নিয়ে জঙ্গলে যান তরকারি খুজতে। জঙ্গলে পৌঁছলে এক ধরনের সবজি গাছ দেখা পান পিতা মেনঐ ম্রো। স্থানীয় ভাষায় (বট গাছের কচি পাতা)। বট গাছের উঠে, কচি পাতা সবজি ছেড়ার জন্য ডাল কাটার সময় গাছের ডাল ভেঙে নিচে বসে থাকা দুই শিশুর মাথায় আঘাত হানলে ঘটনাস্থলে মেনরাও ম্রো মারা যায় এবং লংঙান ম্রোকে আহত অবস্থায় বান্দরবান সরকারি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

রুমায় গাছের চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
print news

মথি ত্রিপুরা; রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় গাছের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার আনুমানিক সকাল ১১টার দিকে রুমা উপজেলা সদরের ২নং সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম মেনরাও ম্রো(৭)। সে ওই এলাকার মেনঐ ম্রোর ছেলে। এ সময় শিশুটির সাথে থাকা রেংমুং ম্রো কারবারির ছেলে লংঙান ম্রো (৬) ভেঙে পড়া গাছের চাপায় আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ  সকাল দশটা সময় পিতা মেনঐ ম্রো ছেলে মেনরাও ম্রো সাথে পাড়া কারবারি’র ছেলে লংঙান ম্রোকে নিয়ে জঙ্গলে যান তরকারি খুজতে। জঙ্গলে পৌঁছলে এক ধরনের সবজি গাছ দেখা পান পিতা মেনঐ ম্রো। স্থানীয় ভাষায় (বট গাছের কচি পাতা)। বট গাছের উঠে, কচি পাতা সবজি ছেড়ার জন্য ডাল কাটার সময় গাছের ডাল ভেঙে নিচে বসে থাকা দুই শিশুর মাথায় আঘাত হানলে ঘটনাস্থলে মেনরাও ম্রো মারা যায় এবং লংঙান ম্রোকে আহত অবস্থায় বান্দরবান সরকারি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।