মথি ত্রিপুরা; রুমা(বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার আজ রুমা উপজেলার সেনাবাহিনী জোনের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।
আজ (২৫ মার্চ ) বিকাল ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের নবনিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান, এএফডব্লিউসি পিএসসি,রুমা জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় রুমার বিভিন্ন মহলের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
তিনি অশান্ত পাহাড়ের শান্তি সম্প্রীতি বজায় রেখে এবং সর্বাত্বক সহযোগীতা নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন,বান্দরবানে রুমা উপজেলার দুর্গম এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এবং সকলকে এক সাথে কাজ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।