মথি ত্রিপুরা; ভ্রাম্যমান প্রতিনিধি:
“ঐক্য -শিক্ষা-প্রগতি “এই তিনটি মূল ধারা নিয়ে, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টি এস এফ) সংগঠন বান্দরবান জেলা শাখার ১০ম তম দ্বি-বার্ষিক কাউন্সিলর ও আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে এবং তাদের অনুমোদনের অত্র রুমা উপজেলা শাখা হতে ১৭ বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি মধ্য দিয়ে ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ রুমা উপজেলা শাখা প্রতিষ্ঠা করা হয়েছে। ২৮ মার্চ শুক্রবার সকাল ১০:০০ টায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ হলরুমের এ সভা আয়োজন করা হয়।
এতে মাচাং নেলসন ত্রিপুরা সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং ডা: সানাই প্রু ত্রিপুরা ,সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাচাং সাগর ত্রিপুরা, সাধারণ সম্পাদক, ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং এডভোকেট খুশিরায় ত্রিপুরা, সভাপতি, ত্রিপুরা কল্যাণ সংসদ, বান্দরবান জেলা শাখা। খামলাই ম্রো, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এডভোকেট উবাথোয়াই মারমা, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। মাচাং জন ত্রিপুরা সহ-ভাপতি, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটি ও সহকারী শিক্ষিকা জুরাতি ত্রিপুরা, ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়, বান্দরবান পার্বত্য জেলা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং লাভেদ ত্রিপুরা, সভাপতি, ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা। আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলার শাখা বিভিন্ন উপজেলায় নতুন ও পুরাতন দায়িত্ব প্রাপ্ত সদস্য ও সদস্যা নেতৃবৃন্দ।
আগামী দুই বছরের জন্য বান্দরবান শাখা অধীনের ৭ টি উপজেলায় যারা নতুন দায়িত্ব নিয়ে (টিএসএফ) সংগঠনের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে শপথ গ্রহণ / বাক্য পাঠ করান মাচাং সাগর ত্রিপুরা, সাধারণ সম্পাদক, ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি।
কাউন্সিলর ও আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে এবং তাদের অনুমোদনের মাধ্যমে অত্র রুমা উপজেলা শাখা হতে ১৭ বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ রুমা উপজেলা শাখায় যারা নব গঠিত দায়িত্ব গ্রহণ করেছেন তাঁরা হলেন –
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাচাং রিপন ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক মাচাং প্রসেনজিৎ ত্রিপুরা, মাচাং অনিল ত্রিপুরা সহ-সভাপতি, মাচাং বিক্রম ত্রিপুরা যুগ্ন সা. সম্পাদক, মাচাং জুয়েল ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক, মাচাং কপ্লাই ত্রিপুরা অর্থ সম্পাদক, মাচাং তিমথিয় ত্রিপুরা তথ্য ও প্রচার সম্পাদক, মাচাং প্রদীপ ত্রিপুরা সাহিত্য প্রকাশনার সম্পাদক, মাচাংতি রাইমা ত্রিপুরা শিক্ষা বিষয়ক সম্পাদক, মাচাং অনল ত্রিপুরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাচাংতি সেবিকা ত্রিপুরা ছাত্রী বিষয়ক সম্পাদক, মাচাং লিটন ত্রিপুরা ত্রাণ ও সমাস কল্যাণ সম্পাদক, মাচাংতি ভেলে স্টিনা ত্রিপুরা কার্য নির্বাহী সদস্য, মাচাংতি রিতা ত্রিপুরা সদস্য, মাচাংতি পূর্ণিমা ত্রিপুরা সদস্য, মাচাং ডিক্রুশ ত্রিপুরা সদস্য ও মাচাং রবিন ত্রিপুরা সদস্য।
মন্তব্য করুন