নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের ৫০ শতক, স্কুলের ৪০ শতক ও মাদ্রাসার ৩ শতক জায়গা সহ মোট ৯৩ শতক জমি দখল করে বাজারের নামে দাবী করছেন স্থানীয় প্রভাবশালী নেতা বাজার চৌধুরী বেলাল ও তার সহযোগীরা। জায়গা দখলমুক্ত করতে তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকাবাসী।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে চাইল্যাতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ভূমি খেকো বাজার চৌধুরী বেলাল ও তার সহযোগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং প্রধান শিক্ষক আলী হোসেন মাষ্টার থেকে হয়রানিমূলক মামলা, হামলা ও মসজিদ এবং স্কুলের জায়গা দখলমুক্ত করতে এলাকাবাসী মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত ভূমিদস্যু বেলাল কর্তৃক সাধারণ মানুষকে দেওয়া হয়রানি মুলক মামলা প্রত্যাহার সহ মসজদি, মাদ্রাসা এবং স্কুলের জায়গা ফেরত দিতে হবে। অন্যথায় বৃহৎ আনন্দোলন গড়ে তুলবে এলাকাবাসী। তারা প্রশাসনের প্রতি দাবি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য।
এসময় বক্তব্য রাখেন, স্কুল কমিটির সভাপতি রহমত আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সরদার ওয়াসিম আকরাম, সাবেক প্রধান শিক্ষক ফয়েজুল ইসলাম ও সরদার টিপু সুলতান।