নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় জীবন ও জীবিকা এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রোগামিং এন্ড নেটওয়ার্কিং বিষয়ক “পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষকগণের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ” সোমবার (১০-১৪ জুন) শুক্রবার পর্যন্ত পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণে উপজেলার সকল মাধ্যমিক ও সমমনা পর্যায়ের জীবন-জীবিকায় ৪১ ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ২১জন সহ মোট ৬২জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রথম দিনে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন শেষে পরিদর্শন করেন।
পরে উপজেলা একাডেমি সুপারভাইজার ও কোর্স কো-অর্ডিনেটর শওকত আকবরের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সমাপ্তিতে কোর্সের কো-অর্ডিনেটর শওকত আকবর সকল প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী করে গড়ে তুলতে এবং মানবসম্পদে পরিণত করতেই জীবন ও জীবিকা এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সরকারের নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা অধিদপ্তর নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আপনাদের এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। আশা করি আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে এ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এখন থেকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিফলন ঘটাবেন।
অকুপেশনাল স্কিল কোর্সের জীবন ও জীবিকার প্রশিক্ষক হিসেবে ছিলেন মাস্টার ট্রেইনার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহীনা জামান এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কাউখালীর বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী মোহাম্মদ মঈন উদ্দিন ও করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু ইউসূফ।