নিজস্ব প্রতিনিধিঃ
মহান ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান এর আয়োজন করেছে খাগড়াছড়ি কালচারাল লাইসিয়াম।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৪টার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে সংগঠন এর সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম টুকুর) সঞ্চালনায় ও সভাপতি ও লেখক ইউসুফ আদনান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার এস এম মুসলেম উদ্দিন। এতে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।
এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা মন্ডলির সদস্য ও সঙ্গীত শিল্পী আবুল কাশেম, আবৃত্তিকার ডা. মোঃ শহিদুল্লাহসহ, বিদ্যালয়ের শিক্ষক, সুধিজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন তাৎপর্য নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। এবং সংগঠন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।