হ্লাসিংথোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
লামা উপজেলার সরই টংগাঝিরি এলাকার ক্ষতিগ্রস্থ নতুন পূর্ব বেতছড়া পাড়া পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
২৭ ডিসেম্বর (শুক্রবার) সকালে তিনি লামা উপজেলার সরই টংগাঝিরি এলাকার ক্ষতিগ্রস্থ নতুন পাড়া পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত ১৭পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিতরণ করেন ২৫ কেজি চাল,দুই বান্ডিল ঢেউটিন, ২টি করে কম্বল।
এসময় ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেন, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মংওয়াই চিং,শুক্কুর, ফরিদ, রফিক দেলোয়ার,ইব্রাহিম সবাই সাবেক আইজিপির নামে বিগত সময়ে জায়গা দখলসহ বিভিন্ন অপকর্ম করতেন।
ক্ষতিগ্রস্তদের সন্দেহ তারাই বাড়িঘরে আগুন দিয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজন দাবী করেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
পরিদর্শন শেষে পার্বত্য উপদেষ্টা বলেন, ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। আইনের মধ্যে থেকে ভূমি হস্থান্তরসহ সহযোগিতা করা হবে ক্ষতিগ্রস্তদের। এছাড়া এলাকায় নিরাপত্তার স্বার্থে প্রস্তাবিত পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়েও সহযোগিতা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্নসচিব) রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কঙ্কন চাকমা, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা,
পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, লামা উপজেলা নির্বাহী অফিসার (ভাঃপ্রাঃ) রুপায়ন দেব, সাইফুল ইসলাম রিমন, মোঃ নাছির উদ্দিন।