মানিক সাহা, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত জেরে বদিয়াজ্জামান ওরফে জামাল (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ ইলফাত আলী গংদের বিরুদ্ধে।
নিহত বদিয়াজ্জামান খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার পূর্বপাড়া এলাকার মৃত লাল বাহাদুরের ছেলে।
শনিবার (২৯ জুন) রাত ৯ টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার-হাসেম বাজার সড়কের মোল্লা অটো ফার্নিচার সংলগ্ন চার রাস্তা নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, পাশের বাড়ির মৃত খলিল মিয়ার ছেলে ইলফাত আলীদের সঙ্গে বদিয়াজ্জামালের দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়ে নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে শনিবার সন্ধ্যার দিকে বদিয়াজ্জামাল ওরফে জামাল চার রাস্তা নামকস্থানে যায়। সেখানে তাকে একা পেয়ে ইলফাত আলীর লোকজন পিটিয়ে আহত করে। এসময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মুঠোফোনে বলেন, বদিয়াজ্জামাল নামের এক ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।