হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
নিজ চোখে, নিজ ভূমিতে’ দৃকের আয়োজনে বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শত বর্ষের ছবি নিয়ে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে বান্দরবানের আলোকচিত্রীরদের তোলা ১৯০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দুর্লভ কিছু ছবি। তবে বেশিরভাগ ছবি পেয়েছে রাজপরিবার থেকে। কারণ সবার ক্যামেরা কেনার সামর্থ ছিলনা। ৮০ দশকে এসে ক্যামেরা কিনে ছবি তুলতে থাকে। তাও পেশাদার হিসেবে নয় শখের বসে ছবি তুলতেন।
১৩ মে (মঙ্গলবার) বিকালে এ অনুষ্ঠান শুরু হয়েছে। এবং অনুষ্ঠানটি চারদিন ব্যাপি ১৬ মে পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৯০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে বিভিন্ন জনপদের ৮ জন আদিবাসী আলোকচিত্রীদের বাছাইকৃত ১০৩টি দুর্লভ ছবি। আলোকচিত্রীরা হলেন মংঙোয়ে প্রু, বুদ্ধজ্যোতি চাকমা, চথুই প্রু মারমা, নুশৈ প্রু, চিন্ময় মুরং, চিংশোয়েপ্রু (বাচিং), মং শৈ ম্রাই ও মংবোওয়াচিং মারমা।
দীর্ঘদিন পর বান্দরবানে ছবির প্রদর্শনীর আয়োজন হওয়ায় দর্শনার্থীদের ভিড় জমেছে। বিভিন্ন শ্রেণী পেশার এবং বয়সের মানুষের উপস্থিতিতে জমে উঠেছে আলোকচিত্র প্রদর্শনী। দর্শনার্থীদের সঙ্গে প্রদর্শনীতে আলোকচিত্রকারও উপস্থিত হয়েছেন। তাদের উপস্থিতি আয়োজনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।
উদ্বোধনী আয়োজনে বান্দরবানের সব আলোকচিত্রীকে অভিনন্দন জানিয়েছেন দৃকের প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী ড. শহিদুল আলম। তিনি বলেন, ইতিহাস থেকে ফিরে আসা এ ছবিগুলো যেন একেকটি উপাখ্যান। বহু বছর আগে যে পথে আপনারা হেঁটে এসেছেন এবং আপনাদের স্মৃতি তার সামনে আমরা দাঁড়িয়ে আছি।
নিজেদের তোলা ছবি সযত্নে আগলে রাখার জন্য শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৃকের পরিচালক, নৃবিজ্ঞানী ও লেখক রেহনুমা আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা