বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটোরিয়ামে বিলাইছড়ি উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, ভাইস চেয়ারম্যান (পুরুষ) বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা ও নারী ভাইস চেয়ারম্যান সুদীপ্তা তঞ্চঙ্গ্যা শপথ নেন। এছাড়া একইদিনে শপথ গ্রহণ করেন জেলার অন্যান্য উপজেলার চেয়ারম্যানগণও। শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।
এসময় তিনি প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শপথ অনুষ্ঠানে বি়ভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথ শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।