নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনের পার্বত্যাঞ্চলের প্রতিনিধিত্ব করা অন্যতম সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিবকে দেশ বিরোধী চক্রান্তকারীদের মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার ছাত্র-জনতা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার বাইট্টাপাড়া বাজার সংলগ্ন কেন্দ্রীয় মসজিদের সামনে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও লংগদু উপজেলা ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক খালিদ রেজার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাইট্টাপাড়া মোটর সাইকেল চালক-মালিক সমিতির সাবেক সহ-সভাপতি মো. মঞ্জুরুল হক, বাজার কমিটির সভাপতি আমীর হোসেন, ছাত্রনেতা মো. আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী শাহীন আলম বাদশা ও বাবুল ফরাজী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পাহাড়ের সূর্যসন্তান, জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা পার্বত্য অঞ্চলের বাঙালিদের পক্ষে কথা বলায় ও পাহাড়ি-বাঙালি বৈষম্য দূরীকরণে আন্দোলন করায় তার নামে উপজাতিরা মামলা করে। আর সে মামলায় গতকাল তাকে ঢাকা হতে ডিবি পুলিশ গ্রেফতার করে। মুহুর্তের মধ্যেই তার এ গ্রেফতারের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয় পাহাড়ের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। ফলে ঢাকাসহ পার্বত্যাঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে শাহাদাৎ ফরাজী সাকিব পাহাড়ের গর্ব বলে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল নিয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র জনতা।
প্রসঙ্গত, মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে গত ১৫ জানুয়ারি আদিবাসীদের ওপর হামলার ঘটনায় শাহাদাৎ ফরাজী সাকিবকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৭ জানুয়ারি মতিঝিল থানায় মামলা হয়। গ্রেপ্তার শাহাদাৎ ফরাজী সাকিব মামলার ৬ নম্বর এজাহারনামীয় আসামি। তাকে গত বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন