নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসব -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায়
শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ, জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)। শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান ও অত্র বিদ্যালেয়র শিক্ষক-শিক্ষিকা, ছাত্র- ছাত্রীবৃন্দ।
দীপংকর তালুকদার বলেন,” রামকৃষ্ণ বলেছেন গুরু মিলে হাজারে হাজার শিষ্য মেলা টাপ।” শিক্ষক আমরা হাজারে হাজার পাবো কিন্তু শিক্ষকরা যে উপদেশ দিচ্ছেন শিক্ষা প্রদান করছেন ক’জন ছাত্র-ছাত্রী গ্রহন করতে পেরেছে, মেনে চলতে পেরেছে, ধারণ করতে পেরেছে এটা সবচেয়ে বড় কথা। তিনি আরও বলেন নববিক্রম কিশোর ত্রিপুরা এই বিদ্যালয়ের খুবই ট্যালেন্টপুল ছাত্র ছিলেন এবং পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করেছিলেন। শেষে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তখনকার সময়ের যে শিক্ষকরা পাঠদান করেছিলেন তার একই গুণের, মানের বর্তমানে শিক্ষকরা পাঠদান করে যাচ্ছেন। শুধুমাত্র পার্থক্য হলো তখনকার নববিক্রম আর এখনকার ছাত্র-ছাত্রীরা কতটুকু শিক্ষকদের উপদেশ মেনে চলতে পেরেছে। কৃতি ফুটবলার বরুণ দেওয়ান ও এই বিদ্যালয়ে লেখাপড়া করেছে। খেলাধুলার পাশাপাশি ছাত্র ছাত্রীরা যেন পড়ালেখায় মনোযোগী হয়। এক সময়ে ইন্টারস্কুলের খেলার সময় শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় সবসময় চ্যাম্পিয়ন হয়েছে। মনিকা চাকমা, সুরকৃষ্ণ চাকমা, দীপু চাকমা বাংলাদেশের জন্য গোল নিয়ে আসছে। এ অর্জন শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের জন্য নয় পুরো বাংলাদেশের জন্য তারা সম্মান নিয়ে আসছে।
এছাড়াও বক্তব্য রাখেন শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মুছা মাতব্বর, প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান প্রমুখ।