মানিক সাহা, গাইবান্ধাঃ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন শিক্ষাকে ঘিরে বাংলাদেশে নতুন আকাঙ্খার সৃষ্টি হয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার গুণগতমান আরও উন্নত করতে হবে। শিক্ষার উন্নয়নের মাধ্যমে চিকিৎসা, স্থাপত্য সহ সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটানো সম্ভব।
তিনি আজ গাইবান্ধায় জিইউকে রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিইউকের নির্বাহী প্রধান এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মোঃ রবিউল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল রশিদ সহ স্থানীয় সূধিবৃন্দ।
বক্তারা দেশের উন্নয়নে শিক্ষার আধুনিক যুগোপযোগী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।