বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে দূর্গম এলাকার শিশু সুরক্ষা বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি)'র সহযোগিতায় ও কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) আয়োজনে সোমবার ২৪ মার্চ তারিখ সকাল ১১টায় বান্দরবান সদর ইউনিয়নের হেব্রণ পাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)'র প্রকল্প ম্যানেজার লিয়ান ভেট বম এর সভাপতিত্বে শিশু সুরক্ষা কার্যক্রমের রিপোর্ট নিয়ে আলোচনা করেন সিডিসি'র ফিল্ড কর্মকর্তা ডানিয়াল সাইলুক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি)'র প্রকল্প সমন্বয়ক জেমস লালথাং নাক।
এছাড়াও সভায় বান্দরবান সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য চনুমং মারমা, ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি মহিলা সদস্য মিচিংপ্রু মারমাসহ এলাকার হেডম্যান, কার্বারী, ও সাংবাদিকগণ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
সভায় বর্তমান সমাজের শিশু নির্যাতন সহ বিভিন্ন বাস্তব চিত্র বিষয়ে আলোচনা হয় এবং প্রতিকার বিষয় ও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আলোচনা হয়।
সভা শেষে শিশু সুরক্ষা প্রকল্পের উপকারভোগীদের মাঝে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করেন ইউপি সদস্য চনুমং মারমা ও মহিলা সদস্য মিচিংপ্রু মারমা।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা