কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সভাপতি ও সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার (৫ আগষ্ট) পদত্যাগ করে দেশত্যাগ করায় কাউখালী উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এক বিজয় মিছিল বের করেছেন।
কোটা সংস্কার বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সংগঠনের একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী আন্দোলন গণজোয়ারে পরিণত হলে সারাদেশে কারফিউ উপেক্ষা করে সোমবার রাজধানী গণভেবনের দিকে এগিয়ে যান। সর্বস্তরের জনসাধারণ রাস্তায় নেমে আসেন। ফলে দুপুরের দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারযোগে দেশত্যাগ করনে। এলক্ষ্যে রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন সংগঠনের বিএনপি, জাতীয় পার্টি সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের শতশত নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় আনন্দের সাথে বিজয় মিছিলে অংশ নেন। বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেতবুনিয়া, ঘাগড়া, সুগার মিল সহ বিভিন্ন এলাকায় বিজয়ের মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
এসময় সেনাবাহিনী টহলরত ছিলেন। তবে উপজেলার সকল অফিস বন্ধ ছিল। সেনাবাহিনীর প্রধান অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের আশ্বাসে এলাকাবাসীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে।