Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

“সংস্কৃতি সংরক্ষণ এবং অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সম্প্রীতি বজায় রাখতে হবে”—খাগড়াছড়ির ইউএনও সুজন চন্দ্র রায়

print news

 

 

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়িঃ

 

খাগড়াছড়িতে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে তিনদিন ব্যাপী যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা (আস্থা প্রকল্প)।

 

গত শনিবার (২৬ অক্টোবর, ২০২৪) জেলা শহরের মিলনপুরস্থ হোটেল গাইরিং সম্মেলন কক্ষে শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ সোমবার (২৮ অক্টোবর) সমাপ্ত হয় এবং অংশগ্রহণকারী ৩০ জন যুব প্রতিনিধির মাঝে সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নিজস্ব সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে এবং অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সমাজে সম্প্রীতি বজায় রাখতে হবে। একটি দেশ তখনই সুন্দর হয় যখন নিজস্ব সংস্কৃতি রক্ষিত থাকে। অন্যের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের অসাম্প্রদায়িক মনোভাব তৈরি করতে হবে।” সাইবার বুলিংয়ের প্রসঙ্গে ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, “যারা সাইবার বুলিংয়ের শিকার হন, তাদের প্রশাসনের সহায়তা নেয়া উচিত। অপরের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে, বাংলাদেশকে সত্যিকারের অসাম্প্রদায়িক দেশে রূপান্তর করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।”

462547334 524329213836716 7469244241128845633 n

প্রশিক্ষণে তৃণমূল উন্নয়ন সংস্থা-আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান এবং প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরাসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা বলেন, “কাউকে পিছনে রেখে সামনে এগোনো যাবে না। সকলকে নিয়ে একসাথে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এভাবেই আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে।”

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

“সংস্কৃতি সংরক্ষণ এবং অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সম্প্রীতি বজায় রাখতে হবে”—খাগড়াছড়ির ইউএনও সুজন চন্দ্র রায়

প্রকাশিত: ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
print news

 

 

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়িঃ

 

খাগড়াছড়িতে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে তিনদিন ব্যাপী যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা (আস্থা প্রকল্প)।

 

গত শনিবার (২৬ অক্টোবর, ২০২৪) জেলা শহরের মিলনপুরস্থ হোটেল গাইরিং সম্মেলন কক্ষে শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ সোমবার (২৮ অক্টোবর) সমাপ্ত হয় এবং অংশগ্রহণকারী ৩০ জন যুব প্রতিনিধির মাঝে সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নিজস্ব সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে এবং অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সমাজে সম্প্রীতি বজায় রাখতে হবে। একটি দেশ তখনই সুন্দর হয় যখন নিজস্ব সংস্কৃতি রক্ষিত থাকে। অন্যের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের অসাম্প্রদায়িক মনোভাব তৈরি করতে হবে।” সাইবার বুলিংয়ের প্রসঙ্গে ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, “যারা সাইবার বুলিংয়ের শিকার হন, তাদের প্রশাসনের সহায়তা নেয়া উচিত। অপরের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে, বাংলাদেশকে সত্যিকারের অসাম্প্রদায়িক দেশে রূপান্তর করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।”

462547334 524329213836716 7469244241128845633 n

প্রশিক্ষণে তৃণমূল উন্নয়ন সংস্থা-আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান এবং প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরাসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা বলেন, “কাউকে পিছনে রেখে সামনে এগোনো যাবে না। সকলকে নিয়ে একসাথে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এভাবেই আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে।”