সিএইচটি বার্তা, ঢাকা অফিসঃ
৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানী ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান জানান, সদরঘাট দিয়ে নৌ-পথে পালানোর চেষ্টা করার দায়ে মঙ্গলবার (১৩ আগষ্ট) সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সু্ত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৪ ঢাকা কলেজের সামনে হতাহতের দায়ে নিউ মার্কেট থানার ইন্ধনদাতা উল্লেখ করে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় ।
গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে পালিয়ে গিয়ে অন্যান্য এমপি, মন্ত্রীরা আত্নগোপনে চলে যান। এমনকি কেউ কেউ পরিস্থিতি বেগতিক দেখে প্রথমদিকে দেশ ছেড়ে আত্নগোপনে চলে বাধ্য হন।
মন্তব্য করুন