Dhaka , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সভাপতি উষাজাই মারমা, সাঃ সম্পাদক উসাপ্রু মারমা ও সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা

print news

মানিকছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল

 

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল আলোচনা সভা শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলে উষাজাই মারমাকে সভাপতি, উসাপ্রু মারমাকে সাধারণ সম্পাদক ও উগ্যাজাই মারমা সূর্য্যকে সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি অংগ্য মারমা’কে মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

473278268 586121941240574 8670427702305425015 n

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মানিকছড়ি উপজেলা টাউন হলের সংগঠনের খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির সভাপতি চরাচাই মারমার সঞ্চালনায় ও যুব জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ সভাপতিত্বে কাউন্সিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মীর হোসেন, মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির উপদেষ্টা অংশি মারমা, বিশিষ্ট লেখক ও গবেষক মংশি মারমা, মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ক্যজরী মারমা, রুনেল মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপজেলা সভাপতি আপ্রুসি মগ, নারী সভানেত্রী ওয়াবাই মারমা, নারী নেত্রী ক্রাপ্রু মারমা ও ববি মারমা প্রমূখ।

472566680 587626974181022 3413665105084252171 n

আলোচনা শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ। পরে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ শেষে শপথ বাক্য পাঠ করেন তিনি।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

সভাপতি উষাজাই মারমা, সাঃ সম্পাদক উসাপ্রু মারমা ও সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা

সভাপতি উষাজাই মারমা, সাঃ সম্পাদক উসাপ্রু মারমা ও সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা

প্রকাশিত: ৬ ঘন্টা আগে
print news

মানিকছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল

 

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল আলোচনা সভা শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলে উষাজাই মারমাকে সভাপতি, উসাপ্রু মারমাকে সাধারণ সম্পাদক ও উগ্যাজাই মারমা সূর্য্যকে সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি অংগ্য মারমা’কে মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

473278268 586121941240574 8670427702305425015 n

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মানিকছড়ি উপজেলা টাউন হলের সংগঠনের খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির সভাপতি চরাচাই মারমার সঞ্চালনায় ও যুব জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ সভাপতিত্বে কাউন্সিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মীর হোসেন, মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির উপদেষ্টা অংশি মারমা, বিশিষ্ট লেখক ও গবেষক মংশি মারমা, মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ক্যজরী মারমা, রুনেল মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপজেলা সভাপতি আপ্রুসি মগ, নারী সভানেত্রী ওয়াবাই মারমা, নারী নেত্রী ক্রাপ্রু মারমা ও ববি মারমা প্রমূখ।

472566680 587626974181022 3413665105084252171 n

আলোচনা শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ। পরে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ শেষে শপথ বাক্য পাঠ করেন তিনি।