গুইমারাতে মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারাতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল আলোচনা সভা শুরুতে জাতীয় পতাকায় ও দলীয় পতাকায় উত্তোলন করা হয়।
কাউন্সিলে সভাপতি- চহলাপ্রু মারমা, সা.সম্পাদক- দোরিঅং মারমা, সাংগঠনিক -মংপু মারমা'কে মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন খাগড়াছড়ি যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি ইউনিয়নে অজপাড়া ধুরুং পাড়ার মাঠের নবকমিটির গুইমারা উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক দোরিঅং সঞ্চালনায় খাগড়াছড়ি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ সভাপতিত্বে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাপ্রু মগ, গুইমারা উপজেলা সিনিয়র সহ-সভাপতি মংসাথোয়াই মারমা(বসন্ত), মহিলা নেত্রী হ্লাউচিং মারমা, খাগড়াছড়ি কেন্দ্রীয় কমিটি যুব ঐক্য পরিষদ সহ- সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার মানিকছড়ি প্রতিনিধি অংগ্য মারমা, মানিকছড়ি উপজেলা যুব ঐক্য পরিষদ সভাপতি উষাজাই মারমা, সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা সূর্যসহ সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কাউন্সিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যজপ্রু মারমা, সংগঠনে দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মাষ্টার, মৌজা প্রধান কংঞো চৌধুরী, গুইমারা উপজেলা মারমা ছাত্র ঐক্য পরিষদ সভাপতি উষা মারমা প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্য বলেন, মারমা সম্প্রদায়'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। তিনি আরোও বলেন, খাগড়াছড়ি নিউজিল্যান্ডের চাষাবাদ জমি ও শহরে মারমা সম্প্রদায়ে জায়গা ছিল। কিন্তু বর্তমানে মারমা জাতির ফসলি ও ধান্য জমি গুলো বিক্রি করে সবকিছু শেষ। বিগত ১৭ বছর যাবৎ আওয়ামী লীগের আমলে খাগড়াছড়ি জেলা পরিষদে চাকরি জন্য ২৫-৩০ লক্ষ ঘুষ দিতে হয়েছে মারমা জাতির চাকরি প্রার্থীরা। অথচ অন্যান্য চাকমা, ত্রিপুরা সম্প্রদায়দের ঘুষ টাকা দিতে হতো মারমা জাতির চাকরি প্রার্থীদের চেয়ে কম।আগামীতে মারমা সম্প্রদায় থেকে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিত্ব সুযোগ পেলেই, সকল জাতির মেধাবী চাকরি প্রার্থীদের বিনা টাকা চাকরি দেবেন বলে আশ্বাস দেন।
আলোচনা শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা। পরে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। কাউন্সিল ও আলোচনা সভাতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা