মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলায় ৩নং যোগ্যাছোলা ইউনিয়নে মারমা সম্প্রদায়ে প্রাণের উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে গন্জপাড়া মারমা একতা যুব সংঘ আয়োজিত ঐতিহ্যেবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালের মারমা জাতির ঐতিহ্যবাহী “ধ”খেলা, আলারী খেলা, বিবাহিত বনাম অবিবাহিত দঁড়ি টানা, ফুটবল খেলা ও কুইজ প্রতিযোগীতাসহ উচ্চ শিক্ষা শিক্ষার্থীদের মেধা বৃত্তি অনুদান প্রদান হয়।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গন্জপাড়া মারমা একতা যুব সংঘে সভাপতি ও মানবকন্ঠ প্রতিনিধি অংগ্য মারমা, সাধারণ সম্পাদক মংসানু মারমা সঞ্চালনায় গন্জ পাড়া কার্বারী থোয়াইপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যোগ্যাছোলা মৌজা প্রধান কংজরী চৌধুরী, প্রধান বক্তা হিসেবে ছিলেন ক্যয়জরী মহাজন, বিশেষ অতিথি ছিলেন থোয়াইঅংগ্য মহাজন, ম্রাসাথোয়াই মারমা, চাইহ্লা মারমা, তনু মারমাসহ অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন গন্জপাড়া মারমা একতা যুব সংঘে উপদেষ্টা দোঅংগ্য মারমা, উচাইপ্রু মারমা, আচিং মারমা, সহ-সভাপতি উথোয়াই মারমা, নারী সম্পাদিকা উক্রাজাই মারমা, প্রচার সম্পাদক উসারা ভান্তেসহ সংঘে সদস্যরা উপস্থিত ছিলেন।