হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
ফুটবল সারাবিশ্বের একটি জনপ্রিয় খেলা। বান্দরবানে সাঙ্গু নদীর চরে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্ট।
উজানী পাড়া বান্দরবান ফুটবল পরিচালনা কমিটির আয়োজনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এই খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট ২৩ টি দল অংশগ্রহন করে। টুর্নামেন্ট উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করে কেএনজে এফসি বনাম লুলাইং এফসি। আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে লুলাইং ক্লাব।
এই সময় উপস্থিত ছিলেন, এডভোকেট মাধবী মারমা বান্দরবান জেলা পরিষদের সদস্য, নুরুল আমীন চৌধুরী আরমান জাতীয় সেবা পরিচালক এপেক্স বাংলাদেশ,মোঃ কামাল পাশা সাবেক গভর্নর জেলা – ৩ এপেক্স বাংলাদেশ, পুলুমং মারমা সভাপতি, উজানী পাড়া বান্দরবান ফুটবল টুনার্মেন্ট পরিচালনা কমিটি সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।