Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাজেকে উসৎসব মুখর পরিবেশে বনভান্তের প্রতিবিম্ব শোভাযাত্রা ও রেলী অনুষ্টিত

  • রুপন চাকমা
  • প্রকাশিত: ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে
print news

 

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাঘাইহাট বনানি বন বিহারে যথাযগ্য ধর্মীয় মর্যাদায় খাগড়াছড়ি ধর্ম আর্য বন বিহার থেকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে পরম পুজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিবিম্ব আনা হয়েছে। অনুষ্টানকে ঘিরে সকাল থেকে শতশত নারী পুরুষ বিহারে আসতে থাকে। সাজানো হয়েছে পুরো বনানি বন বিহার এলাকা।

received 793021168864848

আজ ৩০ মার্চ শনিবার ভোর সকালে বাঘাইহাট বনানি বন বিহার থেকে এই শোভাযাত্রা বের হয়ে দিঘীনালা, খাগড়াছড়ি ধর্মপুর বৌদ্ধ বিহারে গিয়ে ধর্মীয় আনুষ্টানিকতার মধ্যদিয়ে সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দানের মধ্যদিয়ে সকালে প্রথম পর্ব সমাপ্ত হয়।

received 472395921784050

এর পর বিকাল ২টার সময়ে পরম পুজ্য বনভান্তের প্রতিবিম্বটি গাড়িতে তুলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাঘাইহাট বনানি বন বিহারে নিয়ে এসে দিনব্যাপির অনুষ্টান সমাপ্ত ঘটে।

 

এইসময় ধর্মীয় অনুষ্টানে উপস্তিত ছিলেন বাঘাইহাট বনানি বন বিহারের বিহার অধ্যক্ষ কৃপারত্ন স্থবির ভান্তে ও খাগড়াছড়ি ধর্মপুর বন বিহারের অধ্যক্ষ বদ্দজি মহাথের। এছাড়াও আরো উপস্তিত ছিলেন শাক্যবদি চাকমা প্রধান শিক্ষক বাঘাইহাট উচ্চ বিদ্যালয়, লক্ষি কুমার চাকমা প্রধান শিক্ষক রেতকাবা সরকারি প্রার্থিক বিদ্যালয়, বাবুধন চাকমা উপস্তিত ছিলেন।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

সাজেকে উসৎসব মুখর পরিবেশে বনভান্তের প্রতিবিম্ব শোভাযাত্রা ও রেলী অনুষ্টিত

প্রকাশিত: ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
print news

 

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাঘাইহাট বনানি বন বিহারে যথাযগ্য ধর্মীয় মর্যাদায় খাগড়াছড়ি ধর্ম আর্য বন বিহার থেকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে পরম পুজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিবিম্ব আনা হয়েছে। অনুষ্টানকে ঘিরে সকাল থেকে শতশত নারী পুরুষ বিহারে আসতে থাকে। সাজানো হয়েছে পুরো বনানি বন বিহার এলাকা।

received 793021168864848

আজ ৩০ মার্চ শনিবার ভোর সকালে বাঘাইহাট বনানি বন বিহার থেকে এই শোভাযাত্রা বের হয়ে দিঘীনালা, খাগড়াছড়ি ধর্মপুর বৌদ্ধ বিহারে গিয়ে ধর্মীয় আনুষ্টানিকতার মধ্যদিয়ে সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দানের মধ্যদিয়ে সকালে প্রথম পর্ব সমাপ্ত হয়।

received 472395921784050

এর পর বিকাল ২টার সময়ে পরম পুজ্য বনভান্তের প্রতিবিম্বটি গাড়িতে তুলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাঘাইহাট বনানি বন বিহারে নিয়ে এসে দিনব্যাপির অনুষ্টান সমাপ্ত ঘটে।

 

এইসময় ধর্মীয় অনুষ্টানে উপস্তিত ছিলেন বাঘাইহাট বনানি বন বিহারের বিহার অধ্যক্ষ কৃপারত্ন স্থবির ভান্তে ও খাগড়াছড়ি ধর্মপুর বন বিহারের অধ্যক্ষ বদ্দজি মহাথের। এছাড়াও আরো উপস্তিত ছিলেন শাক্যবদি চাকমা প্রধান শিক্ষক বাঘাইহাট উচ্চ বিদ্যালয়, লক্ষি কুমার চাকমা প্রধান শিক্ষক রেতকাবা সরকারি প্রার্থিক বিদ্যালয়, বাবুধন চাকমা উপস্তিত ছিলেন।