সুজন কুমার তঞ্চঙ্গ্যাঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকগামী এক নারী পর্যটক অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অপহরণ চেষ্টাকালে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের সদস্যরা উদ্ধার করে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গত ১৬ আগষ্ট শুক্রবার সকাল ১১ টার দিকে ঢাকা থেকে সাজেক যাওয়ার পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় অপহরণের মুখে পড়ে গাড়ো সম্প্রদায়ের মার্লিনা রেমা (২৭) নামক এই নারী।
খোঁজ নিয়ে জানা যায়, ১৬ আগষ্ট ময়মনসিংহ-র মুসলিম সম্প্রদায়ের ৭ জন বন্ধুর সাথে সাজেক ঘুরতে এসেছেন গারো সম্প্রদায়ের এই নারী। এসময় তাকে অপহরণ চেষ্টা করা হয়।
সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণ কালে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে। এসময় উদ্ধার করে সাজেক থানায় হস্তান্তর করেন। পুলিশ আইনি প্রক্রিয়ায় মার্লিনা রেমাকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে।
উল্লেখ যে, মার্লিনা রেমা (২৭) ময়মনসিংহ-র হালুয়াঘাট এলাকার মৃত জনি চিরানের মেয়ে। এদিকে অপহরণ চেষ্টার সময় উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের রোষানলে পড়ে বাংলাদেশ সেনাবাহিনী।