নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং হিজিং পাড়ায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দু’টি গ্রুপের মধ্যে ভয়ঙ্কর সশস্ত্র লড়াইয়ে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও চুক্তি পক্ষ পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) ভয়ঙ্কর সশস্ত্র লড়াইয়ের ঘটনা ঘটেছে।
সূত্রে জানা গেছে, সাজেক হিজিং পাড়ায় জেএসএস সন্তু গ্রপের উপর অর্তকিত ব্রাশফায়ার করে ইউপিডিএফ প্রসিত সশস্ত্র গ্রুপ। এসময় জেএসএস পাল্টা জবাব দিলে ভয়াবহ সংঘর্ষের রূপ ধারণ করে।
স্থানীয়রা বলছেন, থেমে থেমে এখনো গোলাগুলি চলছে। দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত দু’জন জেএসএস সদস্য বলে ইউপিডিএফের দাবি। এদিকে জেএসএস বলছে তাদের কেউ নিহত হয়নি। নির্ভরযোগ্য সূত্র থেকে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, গোলাগুলির খবর তারা শুনেছে। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।