সিএচটি বার্তা ডেস্ক সিএইচটি বার্তা ডেস্ক
৫ মার্চ ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাজেকে হিল উইমেন্স ফেডারেশনের প্রতিবাদ নৃত্য-বিক্ষোভ

 

 

নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ

 

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ নৃত্য পরিবেশন করেছে হিলউইমেন্স ফেডারেশন। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ও হিলউইমেন্স ফেডারেশন (এইচ ডব্লিউএফ) সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মনোমুগ্ধ প্রতিবাদ নৃত্যেরও আয়োজন করেছে কমিটি।

 

“জান দেবো, তবুও মান দেবো না; সারাদেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ বন্ধ কর” এই শ্লোগানে এবং “পার্বত্য চট্টগ্রামে জাতীয় অস্তিত্ব, বাস্তুভিটা ও নারীর সম্ভ্রম রক্ষার্থে এইচডব্লিউএফ’র পতাকাতলে সমবেত হোন” এই আহ্বানে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সমাবেশে যোগ দিতে সাজেক গঙ্গারাম, মাজলং ও বঙ্গলতলী থেকে দীর্ঘ পাঁয়ে হেঁটে, জীপ গাড়ি, মাহেন্দ্র, বাইক দিয়ে ভোর সকাল থেকে লাদু মুনি বাজার দ্ব-পদায় এসে মিলিত হয় সহস্রাধিক নারী। পরে লাদুমুনি বাজার দ্ব-পদার মাঠে সমাবেশ শুরু হয়ে সমাবেশের সভাপতির সমাপনি বক্তব্যর মাধ্যমে সভা সমাপ্ত হয় সকাল ১১টায়। সমাবেশ পরবর্তি গণবিধারী মুহু মুহু শ্লোগানের মধ্য দিয়ে দীর্ঘ ১ কিলোঃ সাজেক পর্যটন রোড পায়েঁ হেঁটে বিক্ষোভ মিছিল সহকারে এসে উজোবাজার প্রদক্ষিন করে গঙ্গারাম মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে সাংস্কৃতিক প্রতিরোধ স্কোয়ার্ড নামক একটি সাংস্কৃতিক থিম দ্বারা ১ ঘন্টাব্যাপি এক মনোমুগ্ধ প্রতিবাদী সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়। ঘন্টাব্যাপি সংক্ষিপ্ত প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় অস্তিত্বরক্ষা ও নারী আন্দোলনের জাগরণীমূলক গান ও নৃত্যু পরিবেশন করা হয়।

 

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা কমিটির সহ-সভাপতি সুখী চাকমার সভাপতিত্বে ও বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নন্দা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্র কমিটির সদস্যা রিপনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম সাজেক থানা কমিটির সভাপতি নিউটন চাকমা, পিসিপি বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি পলেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বলা। এছাড়া এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবু ধন চাকমা। এসময় ছাত্র জনতা সংগ্রাম পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য নতুন জয় চাকমা, ৩৫ নম্বর বঙ্গলতলী ইউপি ও ৩৬ নম্বর সাজেক ইউপির জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে এইচডব্লিউএফ’র রিপনা চাকমা কেন্দ্রীয় কমিটির সদস্য আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিষ্ঠা বিষয়ে আলোকপাত করে বলেন, ১৯৮৮ সালের ৮ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিল উইমেন্স ফেডারেশন গঠন করা হয়। পার্বত্য চট্টগ্রামে যে নারী ধর্ষণ এবং নিরাপত্তাহীনতায় ভুগেন তা নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন কাজ করে যাচ্ছে। সকল প্রকার নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে এইচডব্লিউএফ পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

যুবনেতা নিউটন চাকমা বলেন, যুগে যুগে বিপ্লব সংগঠিত হয়েছে এবং সফল হয়েছে। রাজনৈতিক অধিকার না থাকলে মাথা উঁচু করে বাঁচার কোন সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থানে যদি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামে আগেকার সরকারের আমল থেকে বেশি নিপীড়ন, নির্যাতন, ভূমি বেদখল ও সাম্প্রদায়িক হামলা হচ্ছে কেন? এর জবাব ইউনুস সরকারকে দিতে হবে। পার্বত্য চট্টগ্রাম অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে নারী সমাজসহ সকলকে রাজপথে অধিকার আদায়ের আন্দোলনে সমবেত হবার আহ্বান জানান এই যুব নেতা।

 

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবু ধন চাকমা বলেন, অধিকার পাওয়ার জন্য প্রতিবাদী চেতনাকে ধারণ করে রাখতে হবে। জাতির মুক্তি ও নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য হিল উইমেন্স ফেডারেশন সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। ২০১০ সালে বুদ্ধপুদি, লক্ষী পুদী ভূমি রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদ হন উল্লেখ করে তিনি আরও বলেন সেই শহীদের সামনে রেখে নারী সমাজকে আন্দোলনে এগিয়ে যেতে হবে।

Facebook Comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র আমাদের আলাদা দৃষ্টিতে দেখে;  আদিবাসী ছাত্র সমাজ।

হাইকোর্টের রায়ের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিখোঁজ হন, রাজস্থলী সাবেক মেম্বার আমেরিকা তনচংগ্যা

আলীকদমের ম্রো শিক্ষার্থী খাগড়াছড়িতে ঘুরতে গিয়ে  অপহরণের শিকার

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে রিকশা উল্টে মায়ের কোল থেকে খালে তলিয়ে যাওয়া ৬ মাসের শিশু সেহরিশের মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার

বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকছড়িতে ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু

থানচিতে রিলং পোয়েঃ উৎসবের মৈত্রীময় পানি ছিটিয়েছে তরুণ-তরুণীরা

থানচিতে গুড ফ্রাইডে দিনের বিশেষ উপহার দিচ্ছেন সেনাবাহিনী

১০

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু!

১১

গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

১২

রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ সোনাইছড়িতে মাহা সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত

১৩

লংগদুতে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

১৪

পছন্দের মানুষ বেছে নিতে জলকেলিতে মাতল মারমা তরুণ-তরুণীরা

১৫

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

১৬

সাংগ্রাই উৎসব ঘিরে মেতেছে মানিকছড়ি গঞ্জপাড়া তরুণ তরুণী

১৭

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা ও লোকজ ক্রীড়া উৎসব।

১৮

রামগড়ে চক্ষু ডাঃ সেজে চিকিৎসা ৪ প্রতারক কে পুলিশে দিল জনতা

১৯

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ দুই অভিযুক্ত আটক

২০