মিকেল চাকমা, রাঙ্গামাটিঃ
২০২২ ও ২০২৪ সালে সাফ জয়ী কৃতি নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে কে বা কারা বাধা প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে ঋতুপর্ণার মা বিজুপুদি চাকমা বলেন, আমার মেয়ের বসত ঘর নির্মাণের জন্য ঘাগড়া বাজারে ৩০ শতক খাস জায়গা প্রশাসনের পক্ষ থেকে ঠিক করে দেয়া হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের নাম দিয়ে অচেনা একজন ঋতুপর্ণাকে মুঠোফোনে বলে যে জায়গাটি ঋতুপর্ণার জন্য ঠিক করে দেওয়া হয়েছে সেটি নাকি ব্যবসায়ী সমিতির জায়গা। এবং সেখানে ঘর করতে পারবেনা। তিনি আর-ও জানান, বিষয়টি নিয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আমার মেয়েকে আশ্বাস দিয়েছেন।
এই বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানান, ঋতুপুর্ণা চাকমার ঘর নির্মাণের জন্য ঘাগড়া বাজারে গত সপ্তাহে ঋতুকেসহ খাসজমি পরিদর্শন করেছি। জায়গাটি তার পছন্দ ও হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য ৪(চার) লক্ষ টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। মাঝপথে কে বা কারা সেখানে ঘর করতে পারবেনা বলে ঋতুপর্ণাকে হুমকি প্রদান করেছে। কিন্ত খাসজমি হচ্ছে সরকারি সম্পত্তি পরে তাকে আশ্বস্ত করেছি যে যেহেতু এটি খাসজমি জেলা প্রশাসকের এখতিয়ার বললে তো জায়গা জমি কেনাবেচার সুযোগ নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তাদের গ্রামের রাস্তা নির্মাণের জন্য জেলা পরিষদের সাথে আলোচনার মাধ্যমে ৫০ লক্ষ টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা