সিএইচটি বার্তা, ঢাকা অফিসঃ
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা।
বিমানবন্দর সূত্রে জানাগেছে, ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমান বন্দরে গিয়েছিলেন।
এদিকে, গতকাল সোমবার (৫ আগস্ট) তাঁর ব্যক্তিগত সহকারী গণমাধ্যমকে জানান, রবিবার (৪ আগস্ট) রাতের পর থেকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ।
অপরদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগের খবর প্রচারিত হলে নাটোরের সিংড়ায় জুনাইদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
গতকাল সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতন ঘটে।