সিএইচটি বার্তা, ঢাকা অফিসঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগষ্ট) এক আদেশে তাকে মুক্তি দেয়া হয়। এর পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে গ্রেফতার ১০০০ জন বন্দিকে ছেড়ে দেয় হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা সহ বৈষম্যবিরোধী আন্দোলনের আটককৃত ছাত্র ও নিরীহ জনসাধারণকে মুক্তি দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে, বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমির খসরু, রুহুল কবির রিভজী, গয়েশ্বর চন্দ্র রায় ও সাবেক ভিপি নুর সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে জামিনে ছেড়ে মুক্তি দেয়া হয়।
অপরদিকে গত ১ জুলাই হতে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে তাদের অনেকে মুক্তি পেয়েছেন। বাকীদেরকে ক্রমান্বয়ে মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছে।