মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন করেছে মানিকছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন কিশোর সঞ্চালনায় জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি বাহার মিয়া, সহ-সভাপতি এনামুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম (সাবেক চেয়ারম্যান), সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান, কলেজ ছাত্রদলের আহবায়ক রাকিব হোসেন প্রমুখ।
আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা