Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের কর্মবিরতি পালন

  • মিকেল চাকমা
  • প্রকাশিত: ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে
print news

 

 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটিঃ

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও আটককৃতদের মুক্তির দাবিতে প্রতিকী কর্মবিরতি পালন করেছে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকরা।

 

 

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।

 

সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ছত্রং চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

 

কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন সাংবাদিকদের নামে মামলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না। আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে। আমরা ধারণা করেছিলাম, অন্তর্বতী সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখছি, উল্টো সাংবাদিকদের আরও বেশি কণ্ঠরোধ করা হচ্ছে। তাই খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী ও চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ সারা দেশে আটক ও গ্রেফতার হওয়া সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবি জানান বক্তারা।

 

ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন শেষে সাংবাদিকদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 

কর্মবিরতি অনুষ্ঠানে রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
print news

 

 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটিঃ

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও আটককৃতদের মুক্তির দাবিতে প্রতিকী কর্মবিরতি পালন করেছে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকরা।

 

 

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।

 

সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ছত্রং চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

 

কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন সাংবাদিকদের নামে মামলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না। আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে। আমরা ধারণা করেছিলাম, অন্তর্বতী সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখছি, উল্টো সাংবাদিকদের আরও বেশি কণ্ঠরোধ করা হচ্ছে। তাই খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী ও চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ সারা দেশে আটক ও গ্রেফতার হওয়া সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবি জানান বক্তারা।

 

ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন শেষে সাংবাদিকদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 

কর্মবিরতি অনুষ্ঠানে রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।