মিকেল চাকমা, রাঙ্গামাটিঃ
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জানুয়ারি-২০২৪ এর বিজ্ঞপ্তিতে প্রকাশিত সময়সূচি অনুযায়ী আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৪খ্রি.) রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে টিআরসি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জানুয়ারি-২০২৪ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এর মধ্য দিয়ে ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার এর প্রতিনিধি ও রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।