মানিক সাহা, গাইবান্ধাঃ
বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ ও বাতিল সংক্রান্ত ¯স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার সকাল থেকে গাইবান্ধার ৮১টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা গাইবান্ধা পৌর পার্কে জমায়েত হয়। সেখান থেকে তারা গাইবান্ধার সকল চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণের ব্যানারে র্যালী নিয়ে শহরের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন চেয়ারম্যান মাসুম হক্কানী, জুলফিকার আলীসহ অন্যরা। পরে তারা র্যালী নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করে।
বক্তারা স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, আগামীতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
মন্তব্য করুন