Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নপূরণের পথে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ

  • রিপন ওঝা
  • প্রকাশিত: ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ৬৭২ বার পড়া হয়েছে
print news

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

তিন পার্বত্য অঞ্চলের মধ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুড়াপাড়াতে আজ ২রা জানুয়ারি মঙ্গলবার শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে স্বপ্নপূরণের পথে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ একধাপ এগিয়ে। স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ মূলত খাগড়াছড়ি টু রাঙ্গামাটি মূল সড়কের পাশে অবস্থিত।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ-র উদ্যোক্তা মোঃ খালেদ মাসুদ সাগর সভাপতিত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষিকা সুমা আক্তার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের অদম্য সাতান্ন’র ক্যাপ্টেন মোঃ মেজবাহ উল মুহিত। এসময় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

412892499 203508689500110 5010434524543254728 n

স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ-র আজ ২রা জানুয়ারি মঙ্গলবার (২ ডিসেম্বর) শুভ উদ্বোধন এবং নামমাত্র মূল্যে নির্ধারণে প্রবেশের দ্বার উন্মোচণ করা হয়েছে।

প্রধান অতিথি ক্যাপ্টেন মোঃ মেজবাহ উল মুহিত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই রকম ব্যতিক্রম উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। জোনের আওতাধীন এলাকায় সৌন্দর্যের সহিত পিকনিক স্পট, ফুলেল সমৃদ্ধ রেস্টুরেন্টে, কিছু সময় কাটানোর নিরিবিল জায়গা তৈরি হওয়া উচিত। সেই কাজটা তরুন উদ্যোক্তা মোঃ খালেদ মাসুদ সাগর মহালছড়িতে এগিয়ে এসেছে এবং মহালছড়ি উপজেলার নামটি তিন পার্বত্য অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে। এই স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজে প্রতিদিন লোক-লোকারণ্যে ভরপুর থাকুক। তাই স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজ-র উত্তরোত্তর সফলতা কামনা করেন।

স্বপ্নপূরণের পথে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ শুভ উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান খান, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলু, মহালছড়ি সরকারি কলেজ গনিত বিভাগের অধ্যাপক মোঃ

413151350 700660845586059 6386841682879307637 n

আসাদুজ্জামান ও পরিবারের সকল সদস্যের সহিত, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ রুমিলা আক্তার, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষিকা মামাপ্রু চৌধুরী কন্যা সুকী চৌধুরী, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, উদ্যোক্তার শ্রদ্ধেয় পিতা মোঃ হোসেন আহমেদ (সওদাগর), স্থানীয় সাংবাদিকগণ, উপস্থিত ভ্রমন পিপাসু ও ফুলপ্রেমি উৎসুক দর্শক ও পর্যটকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

স্বপ্নপূরণের পথে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ

প্রকাশিত: ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
print news

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

তিন পার্বত্য অঞ্চলের মধ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুড়াপাড়াতে আজ ২রা জানুয়ারি মঙ্গলবার শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে স্বপ্নপূরণের পথে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ একধাপ এগিয়ে। স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ মূলত খাগড়াছড়ি টু রাঙ্গামাটি মূল সড়কের পাশে অবস্থিত।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ-র উদ্যোক্তা মোঃ খালেদ মাসুদ সাগর সভাপতিত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষিকা সুমা আক্তার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের অদম্য সাতান্ন’র ক্যাপ্টেন মোঃ মেজবাহ উল মুহিত। এসময় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

412892499 203508689500110 5010434524543254728 n

স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ-র আজ ২রা জানুয়ারি মঙ্গলবার (২ ডিসেম্বর) শুভ উদ্বোধন এবং নামমাত্র মূল্যে নির্ধারণে প্রবেশের দ্বার উন্মোচণ করা হয়েছে।

প্রধান অতিথি ক্যাপ্টেন মোঃ মেজবাহ উল মুহিত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই রকম ব্যতিক্রম উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। জোনের আওতাধীন এলাকায় সৌন্দর্যের সহিত পিকনিক স্পট, ফুলেল সমৃদ্ধ রেস্টুরেন্টে, কিছু সময় কাটানোর নিরিবিল জায়গা তৈরি হওয়া উচিত। সেই কাজটা তরুন উদ্যোক্তা মোঃ খালেদ মাসুদ সাগর মহালছড়িতে এগিয়ে এসেছে এবং মহালছড়ি উপজেলার নামটি তিন পার্বত্য অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে। এই স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজে প্রতিদিন লোক-লোকারণ্যে ভরপুর থাকুক। তাই স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজ-র উত্তরোত্তর সফলতা কামনা করেন।

স্বপ্নপূরণের পথে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ শুভ উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান খান, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলু, মহালছড়ি সরকারি কলেজ গনিত বিভাগের অধ্যাপক মোঃ

413151350 700660845586059 6386841682879307637 n

আসাদুজ্জামান ও পরিবারের সকল সদস্যের সহিত, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ রুমিলা আক্তার, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষিকা মামাপ্রু চৌধুরী কন্যা সুকী চৌধুরী, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, উদ্যোক্তার শ্রদ্ধেয় পিতা মোঃ হোসেন আহমেদ (সওদাগর), স্থানীয় সাংবাদিকগণ, উপস্থিত ভ্রমন পিপাসু ও ফুলপ্রেমি উৎসুক দর্শক ও পর্যটকবৃন্দ উপস্থিত ছিলেন।