মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থাণের একমাস পূর্তি উপলক্ষে এবং স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সারাদেশের ন্যায় শহীদী মার্চ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় মানিকছড়ি শহীদী মার্চ করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চে অংশ নিতে উপজেলায় বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আমতল মোড়ে জড়ো হন। আমতল মোড় থেকে শুরু হয়ে ‘শহীদী মার্চ’ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শহীদদের স্মরণে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. নাঈম মিয়াজী, মামুনুর রাহাদ, মো. ওমর ফারুখ রাজু ও মো. জিসানসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে মো. মূছা মিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম, শিক্ষক মো. ওবায়দুল হক, মো. মমতাজ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা মোকতাদের হোসেন, কলেজ ছাত্রদল নেতা রাকিব হোসেন।
এসময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারকীয় গণহত্যার বিচার দাবি করেন এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।