বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানসহ সারাদেশে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবানের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান ট্রাফিক মোড় চত্বর এলাকায় নতুন নামকরণ করা শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে সমাবেশটি করে বান্দরবানের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবান পার্বত্য জেলার প্রধান সমন্বয়ক খালেদ বিন নজরুল সহ আখলাক হোসেন, মো: ইউসুফ, ইসতিয়াক আলম ফাহিম, আসিফ ইকবাল সহ আন্দোলনকারী শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রধান সমন্বয়ক খালেদ বিন নজরুল প্রতিবাদ জানিয়ে বলেন, ছাত্রদের উপর হামলাকারীরা প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। এছাড়া ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতার নামে যারা হামলা, লুটপাট ও ভাঙচুর চালাচ্ছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।