এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ
উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের লালদিঘীর ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় মেতেছেন দেশের প্রত্যেক জেলার দর্শক। ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় এবারে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরিফ বলী। রার্নাস আপ: হয়েছেন রাশেদ বলী।
বৃহস্পতিবার (২৫এপ্রিল) ’২৪ খ্রিঃ অনুষ্ঠিত বলী খেলায় রাশেদ বলিকে পরাজিত করেন তিনি। এর সুবাদে সহজ জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাঘা শরীফ। এর আগে প্রথম সেমিফাইনালে রাঙ্গামাটির সুজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ, আর দ্বিতীয় সেমিফাইনালে রাসেলের প্রতিপক্ষ ছিলেন বাঘা শরীফ। ফাইনালের প্রায় ১১ মিনিট লড়াইয়ের পড় বাঘা শরীফের কাছে হার মানতে হয় রাশেদকে, এর সুবাদে ১১৫ তম জব্বারের বলী খেলায় জয়ের মুকুট ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হলেন বাঘা শরীফ।
জব্বারে বলি খেলা উপলক্ষে চট্টগ্রামের লালদিঘীতে চলছে বৈশাখী মেলার আয়োজন।