মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ “মারমা জনগোষ্ঠীর” ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে ঐ এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ সামাজিক উন্নয়ন, ক্রীড়া, সাংস্কৃতিক, পরিবেশ, আত্ম-কর্মসংস্থান এবং মানবাধিকার প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগীতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব সেতু স্থাপন, উন্নয়নমুখী স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের আগামী ৩১ আগষ্ট শনিবার ২৪ তম বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা বার্ষিকী স্ব স্ব উপজেলায় উদযাপন করা হবে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪ টায় খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় হেডম্যান এসোসিয়েশন কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনে মানিকছড়ি উপজেলায় সাধারণ সম্পাদক আম্যে মগ সঞ্চালনায় সভাপতি আপ্রুসি মগ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারমা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক সুদাঅং মারমা। এসময় আরো উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক থোয়াইঅংগ্য মারমা, দপ্তর সম্পাদক সাথোয়াইপ্রু চোধুরী, জেলা ছাত্র ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী, উপজেলা কার্বারী এসোসিয়েশন সাধারণ সম্পাদক আরে মারমা ও অন্যান্য কার্বারী, বাংলাদেশ মারমা যুব, ছাত্র ঐক্য পরিষদে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন, ৩১শে আগষ্ট ২৪ তম মারমা ঐক্য পরিষদে প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে মানিকছড়ি উপজেলায় মিলনায়তনে দুপুর ২ টায় জাতীয় ও দলীয় পতাকায় উত্তোলন, শান্তি প্রতীক পায়রা উড়ানোসহ আলোচনা সভা হবে।
এবারে দেশের বন্যার পরিস্থিতি কারণে ছোট পরিসরে প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করবেন খাগড়াছড়ি সদর, গুইমারা, রামগড়, মহালছড়ি, মানিকছড়ি, লক্ষীছড়ি, পানিছড়িসহ সাতটি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।