প্রিন্স এডওয়ার্ড মাংসাং, টাঙ্গাইলঃ
একটি পরিবারের স্বপ্নভঙ্গ, অনেক স্বপ্ন নিয়ে এবং পরিকল্পনা নিয়ে সুন্দর করে এগিয়ে যাচ্ছে একটি পরিবার হঠাৎ করেই যেন ছন্দপত এবং স্বপ্নভঙ্গ! বলছিলাম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভূটিয়া গ্রামের শিমুল চিরানের পরিবারের কথা। তারা খুব বড় একটি স্বপ্ন এবং পরিকল্পনা নিয়ে গরু পালন শুরু করেছিলেন, তার মধ্যে একটি অস্ট্রেলিয়া গাভী ও বাছুর (শাবক) এবং একটি দেশী গাভী গরু ও বাছুর (শাবক) পালন করে আসছিলেন হঠাৎ করেই স্বপ্নভঙ্গ হয়ে যায় সেই পরিবারের । গতকাল গভীর রাতের কোন এক সময়ে একটি অস্ট্রেলিয়ান গাভী ও বাছুর (শাবক) এবং একটি দেশী গাভী বাছুরসহ চুরি হয়ে যায়!
পরিবারের গৃহবধূ সালমা চাম্বুগং এর সাথে কথা বলে জানা যায়, গতকাল রাতে গ্রামের এক লোকের মৃত্যুর কারণে ঐ পরিবারের লোকজন মৃত পরিবারের বাড়িতে যায়, তখন ছোট বাচ্চা নিয়ে সালমা একাই বাড়িতে অবস্থান করছিলেন, প্রথমে ঘুমের ঘোরে কিছুটা টের পেলেও হয়তো রাস্তার কাছ দিয়ে মানুষ চলাচল করছে ভেবে কিছু বলেনি, তাছাড়া ওই পরিবারটি বনের খুব কাছাকাছি বসবাস করে বিধায় ভয়ে এবং একা সেই জন্যও আওয়াজ করেনি। হঠাৎ যখন বুঝতে পারে গরুর চলাফেরা লাফালাফি তখন ডাক চিৎকার দিলে লোকজন ছুটে আসে, ততক্ষণে চোর দুটি গাভীসহ এবং দুটি বাছুর নিয়ে পালিয়ে যায়। লোকজন আসার কারণে হয়তো বনের কোথাও ছেড়ে রেখে যেতে পারে ভেবে অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু বনের পাশে হওয়ায় সেটি খুজে আর বের করা সম্ভব হয়নি।
ধারণা করা হচ্ছে লোকজনের খোঁজাখুঁচি চলাফেরা থেমে গেলে সুযোগ বুঝে গরুগুলো নিয়ে রাতের কোনো এক সময় পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে দুইটি গাভী এবং বাছুরসহ গরুগুলোর মূল্য হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা! চারটি গুরু হারিয়ে শিমুলের পরিবার এখন নিঃস্ব এবং দিশেহারা!
ইদানিং প্রতিটি গ্রামেই প্রায়ই গরুর চুরি হয়ে যাচ্ছে। অন্যান্য যে কোনো সময়ের চেয়ে চোরের উৎপাত বেড়ে গেছে। এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে।
মন্তব্য করুন