সিএচটি বার্তা ডেস্ক সিএইচটি বার্তা ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫% কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়ি জেলাব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা পিসিপি

 মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

 

পুলিশ-ছাত্রলীগ কর্তৃক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাঈদসহ সারাদেশে ৬ জনকে হত্যা ও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে সংখ্যালঘু জাতিসত্ত্বাদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহাল রাখার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত আপোষহীন ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। সমাবেশ থেকে খাগড়াছড়ির সকল উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

 

বুধবার (১৭ জুলাই ২০২৪) সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি জেলা পরিষদ, রেড স্কোয়ার, উপজেলা, কলেজ গেইট হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমার সভাপতিত্বে ও পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা ও দপ্তর সম্পাদক প্রাঞ্জল চাকমা। এসময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কেমরন দেওয়ান।

 

সমাবেশে শান্ত চাকমা বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৩ বছরেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। যদি সত্যিকারে গণতান্ত্রিক রাষ্ট্র হত তাহলে আজকে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগ হামলা করার সাহস পেত না, সাধারণ শিক্ষার্থীরা হত্যার শিকার হত না এবং এদেশের পিছিয়ে পড়া সংখ্যালঘু জাতিসত্তাসমূহ সরকারি চাকরি নিয়োগে ৫% কোটা পুনর্বহালের জন্য আন্দোলন করার প্রয়োজন পড়তো না। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকার কারণে সভা-সমাবেশে ন্যাক্কারজনক হামলা হচ্ছে। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সরকারি ছাত্র সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের কারণে ভয়ে-আতঙ্কে অনিরাপদে জীবন কাটাতে হচ্ছে।

 

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের প্রধান শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা না করে এক সংবাদ সম্মেলনে ‘মুক্তিযোদ্ধা কোটা’ সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য তাঁর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে সারাদেশে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছেন। লাঠিয়াল বাহিনী পুলিশ-ছাত্রলীগ লেলিয়ে দিয়ে ঢাকাসহ সারাদেশে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর নগ্ন হামলা চালানো হয়েছে। গতকাল পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ আবু সাঈদসহ ছাত্রলীগে হামলায় সারাদেশে ৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক গুরুতর আহত ও সারাদেশে ৫ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং পেশাগত কাজে থাকা সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদ সরকার প্রধানের বক্তব্য ও পুলিশ-ছাত্রলীগের এমন ঘৃণ্য কার্যকলাপের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

শান্ত চাকমা বলেন, অবিলম্বে পুলিশ-ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীসহ ৬ জনকে হত্যার ও সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তর মাধ্যমে জড়িতদের বিচারে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিহত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা প্রদানসহ ১ম ও ২য় শ্রেণী সরকারি চাকরিতে সংখ্যালঘু জাতিসত্ত্বাদের জন্য বরাদ্দকৃত ৫% কোটা পুনর্বহালের দাবি জানান।

 

সমাবেশ থেকে তিনি আরও বলেন, সারাদেশে পুলিশ-ছাত্রলীগ কর্তৃক হত্যা-হামলা ও সরকারি চাকরিতে ৫% কোটার দাবিতে খাগড়াছড়ি জেলার সকল উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন এবং সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস-নৈরাজ্যের বন্ধ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

 

সমাবেশে নারী নেত্রী এন্টি চাকমা বলেন, বাংলাদেশ রাষ্ট্র কর্তৃক পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িরা নানাভাবে নিপীড়ন-নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়ে জীবন যাপন করতে হচ্ছে। ফলে পাহাড়িদের জন্য কোটা ব্যবস্থা পুনর্বহাল রাখা খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং তা এ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

 

Facebook Comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের মাঝে লংগদু ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

স্বামীর নির্যাতনের বিরুদ্ধে জিডি করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

রাষ্ট্র আমাদের আলাদা দৃষ্টিতে দেখে;  আদিবাসী ছাত্র সমাজ।

হাইকোর্টের রায়ের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিখোঁজ হন, রাজস্থলী সাবেক মেম্বার আমেরিকা তনচংগ্যা

আলীকদমের ম্রো শিক্ষার্থী খাগড়াছড়িতে ঘুরতে গিয়ে  অপহরণের শিকার

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে রিকশা উল্টে মায়ের কোল থেকে খালে তলিয়ে যাওয়া ৬ মাসের শিশু সেহরিশের মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার

বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকছড়িতে ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু

১০

থানচিতে রিলং পোয়েঃ উৎসবের মৈত্রীময় পানি ছিটিয়েছে তরুণ-তরুণীরা

১১

থানচিতে গুড ফ্রাইডে দিনের বিশেষ উপহার দিচ্ছেন সেনাবাহিনী

১২

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু!

১৩

গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

১৪

রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ সোনাইছড়িতে মাহা সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত

১৫

লংগদুতে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

১৬

পছন্দের মানুষ বেছে নিতে জলকেলিতে মাতল মারমা তরুণ-তরুণীরা

১৭

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

১৮

সাংগ্রাই উৎসব ঘিরে মেতেছে মানিকছড়ি গঞ্জপাড়া তরুণ তরুণী

১৯

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা ও লোকজ ক্রীড়া উৎসব।

২০