দীঘিনালা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ৩৩,২১৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী শ্রী ধর্মজ্যোতি চাকমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম আনারস প্রতীকে পেয়েছেন ২৩,৬০৯ ভোট।
এছাড়াও দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৩জন। এতে চশমা প্রতীকে ৩২,৪৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন সুসময় চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোস্তফা কামাল মিন্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছে ১৪,৪৫২ ভোট ও মো. সোলাইমান টিয়াপাখি প্রতীকে পেয়েছে ৮,৯৪৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ২জন। এতে কলস প্রতীকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান ৩০,০৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিলকিছ বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৫,৬৬৩ ভোট।
২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দীঘিনালা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বেসরকারীভাবে সকলের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন।
জানাযায়, উপজেলার ৫টি ইউপির ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ৯০,১৯৪জন।
ছবি- বামে থেকে নবনির্বাচিত চেয়ারম্যান শ্রী ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান।