এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ
জিলহজ্জ্ব মাসের প্রথম ১০ দিনের আমলঃ
১. অধিক পরিমাণে তাকবির পড়া।
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)।
৩. আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ।
৪. প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ।
৫. ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা।
৬. সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা।
৭. যথাসম্ভব নফল নামাজ পড়া।
৮. কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত।
৯. অনবরত জিকির ইস্তেগফার, তাসবীহ, তাহলীল, দুরুদ পড়া।
১০. অধিক পরিমাণে তওবা করা।
১১. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্, লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম)।
১২. সুরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে।
১৩. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা। আলহামদুলিল্লাহ