নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে নিয়ে কৃষি বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩ হাজার জনকে এ প্রণোদনা দেয়া হয়। প্রণোদনায় ১৭শ জনকে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান এবং ১৩শ জনকে উফসি ধান বীজ জনপ্রতি ৫ কেজি করে সাথে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। একই সাথে ৩০ জনকে ভুট্টা বীজ সাথে ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ। তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও কৃষক উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। কৃষকদের সহায়তা হিসেবে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এখানে যে ধরনের বীজ ও সার দেওয়া হলো তা উন্নতমানের। দেশে উৎপাদিত খাদ্যে কৃষকদের অবদান রাখতেই এ প্রণোদনা দেয়া হচ্ছে।
এসময় উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহ জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।