মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটিতে ৩য় বারের মতো এবারও সেরা আইনজীবী নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শফিউল আলম মিঞা।সোমবার (২৮ এপ্রিল) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জাতীয় আইন সহায়তা দিবস- ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সম্মাননা স্মারক তুলে দেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মাহবুবুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার,
জাতীয় আইনগত সহায়তা সংস্থার সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক আবদুল্লাহ সাদী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট প্রতিমরায় পাম্পু, জিপি এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক পিপি রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার জেলার বিজ্ঞ আইনজীবী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকগণ।
মন্তব্য করুন