মথি ত্রিপুরা ভ্রাম্যমান প্রতিনিধি:
মঙ্গলবার বিকাল ৩টায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে- রুমা আদিবাসী ছাত্র সমাজ।
আওয়ামী লীগের অফিস প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রুমা বাজার সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে সমাবেত হয়।
রুমা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মংমিন মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যুব নেতা মংএসিং মার্মা সঞ্চলনায় আরো বক্তব্য দেন “আদিবাসী খিয়াং জনগোষ্ঠীর কল্যাণ সমিতির “সাবেক সহ-সভাপতি মংশৈপ্রু খিয়াং, বাংলাদেশ ত্রিপুরা ছাত্র ফোরামের রুমা উপজেলা শাখার সভাপতি রিপন ত্রিপুরা ও জন ত্রিপুরা।
বক্তারা বলেছেন, চিংম্রা খিয়াং এর হত্যাকারীদের অতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এদিকে স্থানীয়রা জানায়, গত রোববার সকালে চিংম্রা খিয়াং(২৯) জুমখেতে ধান রোপন করতে পাহাড়ে যান।প্রতিদিনের মতো দুপুরে বাড়িতে ভাত খাওয়ার কথা ছিল। কিন্তু ফিরে না আসায় বিকেলে পরিবারের লোকজন ও পাড়াবাসী খোঁজাখুঁজি করতে থাকেন।
সোমবার(৫মে) খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায়। ওই চিহ্ন অনুসরণ করে নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কে নালায় লাশটি খুঁজে পাওয়া যায়। লাশটি বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাড়াবাসী জানিয়েছেন, ওই নারী গতকাল রোববার(৪মে) সকালেও একাই ধান রোপণ করতে গিয়েছিলেন। কিন্তু জুমে যাওয়ার পর কিছু দূরে তিনজন লোকজন দেখতে পান। তাঁকে দেখে অশোভন আচরণ করতে থাকে। ভয়ে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়িতে ফিরে বিষয়টি তিনি পরিবারের লোকজনকে জানিয়েছেন।স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন, চোখ উপড়ে ফেলানো এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাই বলে জানান।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানিয়েছেন, দলবদ্ধভাবে ধর্ষণের পর নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই নারীর তিন সন্তানের মধ্যে দেড় বছরের এক সন্তান রয়েছে। ঘটনাস্থলটি নেটওয়ার্কবিহীন এলাকা।
স্থানীয়রা ধারণা করছে, সীমান্ত সড়ক নির্মাণের শ্রমিকররা এ জঘন্য কাজের সাথে জড়িত বলে মনে করছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহের আঘাতের চিহ্ন, চোখ উপড়ে ফেলা এবং রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়াতে আশঙ্কা ও ধারণা এলাকাবাসীর।
মন্তব্য করুন