নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে কুকি ছড়া গ্রামে অবস্থিত হ্যাপি বিদ্যা নিকেতন এ উদ্যম ফাউন্ডেশন কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার ১৯ জানুয়ারী হ্যাপি বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা জ্যোতিচারা ভিক্ষুর নিকট নগদ অর্থ সহায়তা তুলে দেন সেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশনের পক্ষে খাগড়াছড়ি জেলা শাখার সদস্য অনন্ত চাকমা, সুজন চাকমা প্রমুখ।
হ্যাপি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা জ্যোতিচারা ভিক্ষু বলেন,বান্দরবান জেলার লামা উপজেলা থেকে ১২ জন ম্রো সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী হ্যাপি বিদ্যানিকেতন অবস্থান করে বিদ্যালয়ে যায়। আরও কিছু ছাত্র-ছাত্রী আসবে বলে তিনি জানান। আবাসিক ভবন না থাকার কারণে বেড়া দিয়ে তৈরি জরাজীর্ণ ঘরে ছাত্র ছাত্রীরা অবস্থান করে বলে জানান। ছাত্র -ছাত্রী চাহিদা থাকা সত্ত্বেও থাকার জায়গা সমস্যার কারণে ইচ্ছামত রাখতে পারেননা বলে তিনি জানান।
উদ্যম ফাউন্ডেশনের সভাপতি রিকো চাকমা বলেন,
সেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশন ২ রা আগষ্ট ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন সেচ্ছাসেবী ও মানবিক কাজ করে যাচ্ছে। বিনামূল্যে রক্তদান,ব্লাডগ্রুপ নির্ণয়, শিক্ষা সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।