সিএইচটি বার্তা ডেস্কঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট এলাকায় আঞ্চলিক দু’দলের মধ্যে বন্দুকযুদ্ধে বাসের হেলপার নিহত ও অপর ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরের নাগাদ ঘন্টাব্যাপী থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনায কয়েক শতাধিক গুলির শব্দ শোনা গেছে। এই ঘটনায় বাঘাইহাট এলাকায় পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
স্থানীযরা জানায়, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে ঘিরে উপজেলার বাঘাইহাট এলাকায় দুই পক্ষের উত্তেজনা বিরাজ করছিল। আজ দুপুর ২টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলে বাঘাইহাট বাজারের শান্তি পরিবহণের বাসের হেলপার মোঃ নাঈম গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে এই ঘটনায় আরো দুই জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুলেই চাকমা ও চিক্কো চাকমা নামে দু’জনের নাম পাওয়া গেছে।
এলাকাবাসীরা আরও জানায়, আজ সকাল ১১টায় ইউপিডিএফ মূল দলের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক গ্রামবাসী বাঘাইহাট বাজারে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা ফাঁকা গুলিছুড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের অবস্থানের দিকে এগুতে থাকে। পরে ইউপিডিএফ গণতান্ত্রিক নিজেদের আত্মরক্ষায় বাঘাইহাট স্কুলের তৃতীয় তলায় অবস্থান নিলে গ্রামবাসীরা স্কুলের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা চালায়। পরে আঞ্চলিক দুটি দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলে নিরীহ গ্রামবাসীরা পালিয়ে যায়।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, দুপুরের দিকে গোলাগুলির ঘটনায় ১ জন গুলিবিদ্ধ হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তার মৃত্যু হয়। এই ঘটনার পর পুরো বাঘাইহাট বাজারে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।