Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার

print news

 

 

রিপন মারমা, কাপ্তাইঃ

 

রাঙ্গামাটি সহ অন্যান্য জেলা সমুহে বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গী, মাইনি ও কাসালং নদীর পানি বিপৎসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।

 

বিপন্ন মানুষের সাহায্যর্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। যে যেভাবে পারছে বন্যার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করছ। তারই ধারাবাহিকতায় কাপ্তাই ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধবিহার (অধ্যক্ষ) উ. পামোক্ষা মহাথের নিজস্ব উদ্যোগে, খাগড়াছড়ি সদর, গুগড়াছড়ি পাড়া, রামগড় সদর পাড়া, মাস্টার পাড়া, মহামুনি বড় পাড়া ও কলসি পাড়া বন্যার্তদের মাঝে খাবার ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক বিতরণ করা হয়েছে।

 

বুধবার ২৮ (আগষ্ট বুধবার) দুপুরে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা বন্যাদুর্গত মানুষের মাঁঝে খাবার ও নগদ ১ লক্ষ ৫০ হাজার বন্যার্তদের হাতে তুলে দেন, ধর্মগোধা বিহার (অধ্যক্ষ) উ.ঞ্যানাওয়াইসা মহাথেরো, ব্যাঙছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহার (অধ্যক্ষ) উ. সনা মহাথেরো, মুরালী পাড়া বৌদ্ধ বিহার (অধ্যক্ষ) কুকিমারা বৌদ্ধ বিহার (অধ্যক্ষ) তম্বপাড়া বৌদ্ধ বিহার (অধ্যক্ষ)। আর্থিক বিতরণের সময়ে কাপ্তাই উপজেলা বিভিন্ন এলাকায় থেকে অনেক দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার

প্রকাশিত: ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
print news

 

 

রিপন মারমা, কাপ্তাইঃ

 

রাঙ্গামাটি সহ অন্যান্য জেলা সমুহে বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গী, মাইনি ও কাসালং নদীর পানি বিপৎসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।

 

বিপন্ন মানুষের সাহায্যর্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। যে যেভাবে পারছে বন্যার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করছ। তারই ধারাবাহিকতায় কাপ্তাই ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধবিহার (অধ্যক্ষ) উ. পামোক্ষা মহাথের নিজস্ব উদ্যোগে, খাগড়াছড়ি সদর, গুগড়াছড়ি পাড়া, রামগড় সদর পাড়া, মাস্টার পাড়া, মহামুনি বড় পাড়া ও কলসি পাড়া বন্যার্তদের মাঝে খাবার ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক বিতরণ করা হয়েছে।

 

বুধবার ২৮ (আগষ্ট বুধবার) দুপুরে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা বন্যাদুর্গত মানুষের মাঁঝে খাবার ও নগদ ১ লক্ষ ৫০ হাজার বন্যার্তদের হাতে তুলে দেন, ধর্মগোধা বিহার (অধ্যক্ষ) উ.ঞ্যানাওয়াইসা মহাথেরো, ব্যাঙছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহার (অধ্যক্ষ) উ. সনা মহাথেরো, মুরালী পাড়া বৌদ্ধ বিহার (অধ্যক্ষ) কুকিমারা বৌদ্ধ বিহার (অধ্যক্ষ) তম্বপাড়া বৌদ্ধ বিহার (অধ্যক্ষ)। আর্থিক বিতরণের সময়ে কাপ্তাই উপজেলা বিভিন্ন এলাকায় থেকে অনেক দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।