শোক_সংবাদ
এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ
আনজুমান এ রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেব ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ২৪ ইঃ সকাল ৮ঃ০০ ঘটিকার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। এরকম বরকতময় আকস্মিক মৃত্যু ইতিহাসে বিরল।
এশিয়ার বিখ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান শাহীন শাহে সিরিকোটি (রহঃ) নুরাণী হাতে গড়া আধ্যাত্মিক অলি আল্লাহ আস্তানা- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা, ও আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের দীর্ঘদিন হুজুর কেবলার গোলাম হিসাবে দায়িত্ব পালন করেছেন
আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেব।
শাহীন শাহে সিরিকোটি দরবারের আধ্যাত্মিক যোগসুত্র বার্মা রেঙ্গুন হয়ে এ পর্যন্ত শত বছরের ইতিহাসে হুজুর কেবলাদ্বয়ের এমন একজন আশেকের এমন বিদায় হবে
এ-ই সম্পর্কে কারোও কোন কিছু জানা ছিল না।
আলমগীর খানকাহ শরীফে- হুজুর কেবলা আওলাদে রাসুল (দঃ) পীর বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ্ এবং শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মাদ কাসেম শাহ্ হুজুরের সাথে ফজরের জামাতে নামাজ আদায় করলেন তিনি। হুজুরের হাতেই শেষ চেক-আপ সম্পন্ন হলো আলমগীর খানকাহ্ শরীফে।
তারপর হুজুর কেবলা স্বহস্তে তুলে দিলেন গাড়িতে,
হুজুর কেবলা নিজেই পাঠালেন হাসপাতালে। এর আগেই তিনি পানি পান করে নিলেন। তাঁর ৪৫ বছরের জিম্মাদারি পালনে যিনি এক সেকেন্ডের জন্যও আপোষ করেননিএক মুহূর্তও বিশ্রাম নেননি।
দেশের প্রাকৃতিক দুর্যোগে এবং কারফিউতেও যিনি জামেয়া ছাড়েননি। জিম্মাদারি যাঁদের পক্ষ থেকে এসেছিল ৪৬ বছর পর তাঁদের হাতেই বিদায় নিলেন।