সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাই ছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজল কান্তি দে – এর পেনশন জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ নভেম্বর) বিদ্যালয়ের আয়োজনে এক শ্রেণি কক্ষে সভায় এই শিক্ষা গুরুকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকুমার চক্রবর্তী, সাথোয়াই মারমা, রুবেল বড়ুয়া, প্রহর কান্তি চাকমা সহ অন্যান্য শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষারথীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রণব কুমার নাথ ও মিমি পাংখোয়া।