হ্লাসিং থোয়াই মার্মা; বান্দরবান প্রতিনিধি:
“ক্রীড়া ঐতিহ্যে ফিরে আসুক বান্দরবান ” এ স্লোগানকে সামনে রেখে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে ভলিবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সার্বিক সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
রোববার ( ২৪ নভেম্বর ) বিকাল ৩.০০ ঘটিকায় ভলিবল টুর্নামেন্টে শুরু হয় ঐতিহ্যবাহী রাজার মাঠে।
জেলার বিভিন্ন এলাকা থেকে ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ফাইনালে লাইমি পাড়া ও বান্দরবান সদর। এতে জয়লাভ করে লাইমি পাড়া। ঐতিহ্যবাহী রাজার মাঠে দেখা যায় হাজার দর্শকের ভীড়।
ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট উবাথোয়াই মার্মা ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণ ও যুব সমাজকে সকল প্রকার অপরাধমুক্ত রাখার লক্ষ্যে আমরা ভলিবল খেলার আয়োজন করেছি। বান্দরবানে ফুটবল পরে ভলিবলের জনপ্রিয়তা বেশি। বান্দরবানে প্রতিটি পাড়ায় বিকেলে ভবিবল খেলা খেলতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নাংফ্রা খুমি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য।
ভলিবল পরিচালনা কমিটির সভাপতি রাজেশ দাশ বলেন, আজকের খেলা খুব সুন্দর হয়েছে এবং আগামীতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।